ভান্ডরিয়ায় ১৯শত বস্তা সিমেন্ট সহ ট্রলার ডুবি, মৃত-১

0

বাংলাদেশ থেকে  পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৯ শত বস্তা সিমেন্ট সহ একটি ট্রলার ডুবে ট্রলারের মালিক মোঃ কাউয়ুম মাঝি (৪০) নামের একজন মৃত হয়েছে। মৃত কাউয়ুম মাঝি বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার আড়ংঘাটা গ্রামের শহীদ মাঝির ছেলে। ডুবে যাওয়া ট্রলারটির নাম রায়হান-২। ওই ট্রলারটিতে কিং ব্রান্ড সিমেন্ট বোঝাই ছিলো বলে জানা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার তেলিখালী ইউনিয়নের কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন স্থানে দুর্ঘটনাটি ঘটেছে । ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রলারটি ওই দিন বিকাল ৫টার দিকে মংলা থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্চিলো। পথে বিশ্রাম নিতে উপজেলার কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের বারানি খাল সংলগ্ন স্থানে নোংগর করে। ওই দিন রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কচা নদীর তীরবর্তী ট্রলার নোংগর করা এলাকা থেকে প্রায় ২০/২৫ শতাংশ জমি নদীতে ডেবে যায়। এ সময় সেখানে নোংগর করে থাকা ট্রলারটিও ডুবে যায়। ওই ট্রলারে থাকা ট্রলারের মালিক কাউয়ুম মাঝি নিঁখোজ হয়। এ সময় ট্রলারে থাকা এর চালক আ: মান্নান (৬৫) ও হেলপার ফয়সাল বেপারী (১৫) সাতরে উপরে উঠে যায়। শুক্রবার সকাল ১০ টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরী দলের কর্মীরা ট্রলার মধ্য থেকে নিখোঁজ কাউয়ুম মাঝির মৃত দেহ উদ্ধর করে। ভান্ডারিয়া থানার অফিসার ইন চার্জ মো. মাসুদুর রহমান জানান, উপজেলার কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের বারানি খাল সংলগ্ন স্থানে নোংগর করা ডুবে যাওয়া ট্রলারে মালিক কাউয়ুম মাঝিকে শুক্রবার সকালে ডুবুরিরা ট্রলার থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

Share.