ভারতকে কাঁদিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে শ্রীলঙ্কা

0

স্পোর্টস রিপোর্ট: ঘরের মাঠে বাজিমাত করলো শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। ভারতকে কাঁদিয়ে প্রথমবার নারী এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে চামারি আথাপাত্তুর দল। আজ রোববার (২৮ জুলাই) ডাম্বুলায় আসরের ফাইনালে ভারতকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কা নারী দল। ৮ বল হাতে রেখেই ভারতের দেওয়া ১৬৬ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে স্বাগতিকরা। ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং নেয় ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ওপেনার স্মৃতি মান্ধানার ৪৭ বলে ৬০ এবং রিচে ঘোষের ঝোড়ো ১৪ বলে ৩০ ও জেমিমা রদ্রিগেসের ১৬ বলে ২৯ রানের সুবাদে ৬ উইকেটে ১৬৫ রান করে ভারত। সেই রান তাড়ায় নেমে শ্রীলঙ্কার দুই টপ অর্ডার ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। চামারি আথাপাত্তুর ৪৩ বলে ৬১ এবং হর্ষিতা সামারাবিক্রমার ৫১ বলে ৬৯ রানের সুবাদে অনায়াস জয় পায় শ্রীলঙ্কা। ১৬ বলে ৩০ রান করে অপরাজিত থাকেন কাভিসা দিলহারি। এর আগে বল হাতেও ২ উইকেট নেন তিনি।

Share.