সোমবার, জানুয়ারী ২৭

ভারতজুড়ে এনআরসি নিয়ে ভোল পাল্টালেন অমিত শাহ

0

ডেস্ক রিপোর্ট: বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে চলমান বিক্ষোভের মধ্যেই ভারতজুড়ে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) ইস্যুতে অবস্থান পাল্টালেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার নিজের আগের অবস্থান থেকে সরে এসে তিনি দাবি করেছেন, মোদি সঠিক বলেছিলেন। দেশজুড়ে এনআরসি নিয়ে পার্লামেন্ট বা মন্ত্রিসভায় কোনও আলোচনা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এখবর জানিয়েছে। অমিত শাহ বেশ কিছুদিন থেকেই ভারতজুড়ে এনআরসি বাস্তবায়নের কথা বলে আসছিলেন। তিনি বলেছিলেন, ‘এনআরসি বাস্তবায়নের পর অনুপ্রবেশকারীদের উঁইপোকার মতো তাড়াব। এমনকি দূর্গাপুজার পূর্বে কলকাতায় নেতাজি ইনডোরের সভায় বলেছিলেন, ‘শুধু বাংলা কেন, সারা দেশে এনআরসি হবে।’ রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছেন, দেশজুড়ে এনআরসির বাস্তবায়ন নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা বা পার্লামেন্টে কোনও আলোচনাই হয়নি। মোদির এই মন্তব্যে ভারতজুড়ে বিতর্ক তৈরি হয়। মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছিলেন মোদি ও অমিত শাহ তো আগে এনআরসির বাস্তবায়নের কথা বলেছিলেন। কিন্তু নাগরিকত্ব আইন ও এনআরসির বিরুদ্ধে দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের প্রেক্ষাপটে সেই অবস্থান থেকে মোদি-অমিত শাহরা অনেকটাই পিছু হটতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় অমিত শাহের মন্তব্যে তা স্পষ্ট হয়ে গেছে। মোদির পর এবার পিছু হটলেন অমিত শাহ। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে অমিত শাহ বলেন, ‘বিরোধীরা বিশৃঙ্খলা তৈরি করতেই এই ধরনের ভুয়ো কথা রটাচ্ছে। দেশজুড়ে এনআরসি হবে কিনা তা নিয়ে এখনই বিতর্কের কোনও প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী ঠিকই বলেছেন, এ নিয়ে মন্ত্রিসভা বা সংসদে কোনও আলোচনাই হয়নি।’ এর আগে ৯ নভেম্বর লোকসভায় অবশ্য দেশ জুড়ে এনআরসি চালু করার কথা বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই। মঙ্গলবারই কেন্দ্রীয় মন্ত্রিসভা জাতীয় আদমশুমারি বা এনপিআর-এ অনুমোদন দিয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বলেন, ‘এনপিআরের সঙ্গে এনআরসির কোনও সম্পর্ক নেই। এর সঙ্গে নাগরিকত্ব আইনেরও কোনও সম্পর্ক নেই। মানুষকে বিভ্রান্ত করার জন্যই বিভিন্ন কথা বলা হচ্ছে। তিনি আরও বলেন, এনপিআর-এর তথ্য এনআরসি-তে ব্যবহার করা যাবে না। দুটি প্রক্রিয়ার মধ্যে কোনও লেনদেন নেই। এনপিআর-এর জন্য কোনও নথি প্রয়োজন নেই। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের বক্তব্য ঘিরেই আবার ধোঁয়াশা ছড়িয়েছে। বিতর্কের কেন্দ্রবিন্দুতে আসামের এনআরসিতে বাদ পড়া ১৯ লাখ নাম। অমিত শাহ বলেন, ‘আসামে এনআরসি হয়ে গিয়েছে বলে সেখানে এনপিআর হবে না।’ সমালোচকরা প্রশ্ন তুলছেন, এনপিআর ও এনআরসি যদি আলাদা হয়, তা হলে আসামে এনআরপি হবে না কোন যুক্তিতে? এ বিষয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি।

Share.