ভারতীয় ভ্যারিয়েন্টে ধুঁকছে ইতালি

0

ডেস্ক রিপোর্ট: ইতালিতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এলেও নতুন করে চিন্তায় ফেলেছে ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট।দেশটিতে বর্তমানে ৭২ শতাংশ করোনা রোগীই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী পাওয়া গেছে। টানা ১৫ সপ্তাহ সংক্রমণ কমতে থাকা ইতালিতে আবারও ঊর্ধ্বমুখী করোনা।টানা ১৫ সপ্তাহ ধরে ইতালিতে নিম্নমুখী ছিল করোনা সংক্রমণ। আক্রান্তের সংখ্যা নেমে এসেছিল হাজারের নিচে। কিন্তু গত তিন দিন ধরে হঠাৎ করে ৪৫ শতাংশ বেড়েছে সংক্রমণ। এদের ৭২ শতাংশই ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত। এতে চিন্তায় পড়েছে ইতালি প্রশাসন। সংক্রমণরোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার।সম্পূর্ণ সাদা জোনের অন্তর্ভুক্ত ইতালিতে অনেকটা স্বস্তি ফিরে এলেও করোনার ডেল্টা বা ভারতীয় ভ্যারিয়েন্ট নতুন করে শঙ্কায় ফেলেছে প্রবাসীদের।ইতালিতে প্রতিদিন গড়ে প্রায় ৫ লাখ মানুষকে করোনার টিকা দেওয়া হচ্ছে। এতে সংক্রমণের হার নেমে এসেছে শূন্য দশমিক ৬৬ শতাংশে।এরই মধ্যে দেশটির ৪১ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। বর্তমান গতিতে টিকা কার্যক্রম চলতে থাকলে আগামী ২৩ দিনের মধ্যে শতভাগ টিকার আওতায় চলে আসবে ইতালি।বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ লাখ ২৪ হাজারের বেশি মানুষ। একই সঙ্গে সারা বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১৮ কোটি ৬৪ লাখ মানুষ। রোববার (১১ জুলাই) সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য জানিয়েছে।এতে বলা হয়েছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৮ কোটি ৬৩ লাখ ৯৩ হাজার ৪১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪০ লাখ ২৪ হাজার ৫৯১ জন।

Share.