ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তর প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এছাড়া আরো অন্তত ২৭ জন আহত হন। শনিবার স্থানীয় সময় রাতে উত্তর প্রদেশের কানপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, কানপুরের ঘাতামপুর এলাকায় প্রায় ৫০ জন পুণ্যার্থী নিয়ে একটি ট্রলি গাড়ি উল্টে পুকুরে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। নিহতদের মধ্যে অধিকাংশ নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হন অন্তত ২০ জন। তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পুণ্যার্থী হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত সবার পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা । এদিকে এ দুর্ঘটনার পর র্ঘটনাস্থলে দেরিতে যাওয়ার কারণে সারহ থানা পুলিশের স্টেশন ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে জানানো হয়। অপরদিকে এ ঘটনার কয়েক ঘণ্টা পর একই এলাকায় আরেকটি দুঘটনাটি ঘটে। আহিরওয়ান ফ্লাইওভারের কাছে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ট্রাক। এতে পাঁচজনের মৃত্যু ও সাতজন আহত হন। পরে আহতদের হাসপাতালে ভর্তি করে পুলিশ। দুর্ঘটনায় পুণ্যার্থী হতাহতের ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহত সবার পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি ।
ভারতের উত্তর প্রদেশে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩১
0
Share.