বুধবার, জানুয়ারী ২২

ভারতের উত্তর প্রদেশে বাসে আগুন ধরে নিহত- ২০

0

ডেস্ক রিপোর্ট: ভারতের উত্তর প্রদেশে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন ধরে গেছে। এতে বাসটির ৪৬ আরোহীর মধ্যে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার রাতে এই ঘটনার পর ২১ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উত্তর প্রদেশের পুলিশ জানিয়েছে, জয়পুরগামী বাসটির সঙ্গে কান্নাউজ জেলায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িতেই আগুন ধরে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপণকর্মীরা। কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিচালক মোহিত আগরওয়াল বলেছেন, উদ্ধারকৃত ২১ যাত্রী আশঙ্কামুক্ত। বাস ও ট্রাকের আগুন নেভানো হয়েছে। বাসের অভ্যন্তরে কারো বেঁচে থাকার সম্ভাবনা কম। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী ছিলো। তবে মাত্র দশ-বারো জন বের হতে পেরেছিলেন বলে জানিয়েছেন তিনি।

Share.