বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভারতের কেরালায় প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত

0

ডেস্ক রিপোর্ট: ভারতের কেরালা রাজ্যে প্রথমবার মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার একজনের শরীরে মাঙ্কিপক্সের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ। তবে রোগীর বিস্তারিত তথ্য জানানো হয়নি। মন্ত্রী জানান, ওই ব্যক্তি গত ১২ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে কেরালায় আসেন। তার শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ ছিল। এ কারণে তার শরীর থেকে মাঙ্কিপক্সের নমুনা সংগ্রহ করে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে পাঠানো হয়েছিল। ওই রোগীকে কেরালার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। বর্তমানে মাঙ্কিপক্স নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন বীনা জর্জ। মাঙ্কিপক্সের সংক্রমণ নিয়ন্ত্রণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ওই রোগীর কেরালায় আসার পর তার বাবা, মা, ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভারসহ মোট ১১ জনের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের থেকেও নমুনা সংগ্রহ করা হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিশেষজ্ঞ দল কেরালায় পাঠানো হয়েছে। তারা রাজ্য সরকারকে মাঙ্কিপক্সের সংক্রমণ মোকাবেলায় সাহায্য করবে।

Share.