ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়া থেকে ভারতের পাম ওয়েল কেনা বন্ধের সিদ্ধান্ত সাময়িক বলে অভিহিত করেছে কুয়ালালামপুর। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার এক বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের আপসের ভিত্তিতে এর সমাধান করা হবে। সম্প্রতি ভারতের কাশ্মির ও সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ইস্যুতে দিল্লির সমালোচনা করে মালয়েশিয়া। এর জেরে গত মাসে দেশটি থেকে পরিশোধিত পাম ওয়েল আমদানি বন্ধের সিদ্ধান্ত নেয় দিল্লি। একই সঙ্গে আমদানিকারকদেরও কুয়ালালামপুরের কাছ থেকে পণ্যটি কেনা বন্ধের আহ্বান জানায়। উল্লেখ্য, মালয়েশিয়ার অন্যতম রফতানি পণ্য পাম ওয়েল। মঙ্গলবার শিল্পমন্ত্রী তেরেসা কককে উদ্ধৃত করে মালয়েশিয়ার পাম ওয়েল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়, ‘দীর্ঘ দিনের সম্পর্কের ভিত্তিতে দুই দেশ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা করবে এবং পারস্পারিক ও যৌথ স্বার্থ রক্ষায় কাজ করবে’। বিবৃতিতে বলা হয়, এই মাস থেকে বায়োডিজেল তৈরিতে পাম ওয়েলের ব্যবহার শুরু হলে অপরিশোধিত পাম ওয়েলের দাম বৃদ্ধি পাবে।
উল্লেখ্য,বার্ষিক ৯ মিলিয়ন টনেরও বেশি পাম তেল কেনা ভারত এ খাতে বিশ্বের বৃহত্তম আমদানিকারক দেশ। মূলত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে এ তেল সংগ্রহ করে দেশটি।