ডেস্ক রিপোর্ট: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে দেশটির প্রজাতন্ত্র দিবস। ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটি টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, জি ২০ এর সাইডলাইনে যে মিটিং হয়েছিল সেখানেই এই আমন্ত্রণ জানানো হয়েছে। বিভিন্ন সূতের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, ভারত প্রজাতন্ত্র দিবস উদযাপনের জন্য কোয়াড দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করছে। ভারত ও যুক্তরাষ্ট্র ছাড়াও কোয়াডের অন্য দুই সদস্য অস্ট্রেলিয়া ও জাপান। উল্লেখ্য, ভারত ২০১৮ সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে তৎকালীন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল। তবে বিভিন্ন কারণে কারণে সে আমন্ত্রণ গ্রহণ করেননি ট্রাম্প। ওই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৫ সালে বারাক ওবামা প্রথম মার্কিন রাষ্ট্রপতি হিসেবে ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
ভারতের প্রজাতন্ত্র দিবসে জো বাইডেনকে আমন্ত্রণ জানালেন নরেন্দ্র মোদি
0
Share.