ভারতের রপ্তানি গন্তব্যের তালিকায় চার নম্বরে অবস্থান করে নিয়েছে বাংলাদেশ

0

ডেস্ক রিপোর্ট:   করোনাভাইরাস মহামারির মধ্যেও ২০২০-২১ অর্থবছরে হংকংকে টপকে ভারতের রপ্তানি গন্তব্যের তালিকায় চার নম্বরে অবস্থান করে নিয়েছে বাংলাদেশ।চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাংলাদেশে ভারতের রপ্তানির পরিমাণ বেড়ে ৩ দশমিক ১৬ বিলিয়ন ডলারে এসেছে। প্রতি বছরের মতো এবারও ভারতের রপ্তানিতে শীর্ষে যুক্তরাষ্ট্র। এ বছরের প্রথম প্রান্তিকে দেশটিতে ১৫ দশমিক ৪১ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত। এরপর চীনে ৫ দশমিক ৯২ এবং সংযুক্ত আরব আমিরাতে ৫ দশমিক ৩৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক ভালো হওয়া এবং দুই দেশের পণ্য রপ্তানিতে কম বিঘ্ন সৃষ্টি হওয়ায় চার নম্বরে অবস্থান করছে বাংলাদেশ।ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি ৩৫ দশমিক ১৪ শতাংশ, ফেব্রুয়ারিতে ১৭ শতাংশ এবং মার্চে তা একলাফে ৯৩ দশমিক ৪৫ শতাংশ বেড়েছে। গত বছর ভারতের রপ্তানি তালিকায় নয় নম্বরে বাংলাদেশের অবস্থান ছিল।

Share.