বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

0

 ডেস্ক রিপোর্ট: ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৭টা থেকে কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। আজ ভোট হচ্ছে লোকসভার ৮৮ আসনে। প্রথম দফায় ১০২ আসনে ভোট হয়েছে। এর আগে প্রথম দফা ভোটের পর মোদির একটি মন্তব্য নিয়ে ভরতের রাজনীতি সরগরম। ‘ক্ষমতায় এলে কংগ্রেস দেশের সম্পদ মুসলমানদের মধ্যে বাঁটোয়ারা করে দেবে’ ওই মন্তব্য করেন নরেন্দ্র মোদি। প্রথম দফার ভোটের শতাংশের হার বিজেপিকে চিন্তায় ফেলে দিয়েছে। সেই চিন্তা দূর করাই ওই বিতর্ক সৃষ্টির উদ্দেশ্য বলে বিরোধীদের অভিযোগ। দ্বিতীয় দফার ভোট হচ্ছে কেরালার ২০ আসনে, যেখানে লড়াই প্রধানত বামপন্থীদের সঙ্গে কংগ্রেসের। বিজেপি দক্ষিণের এই রাজ্যে তৃতীয় শক্তি হিসেবে মাথাচাড়া দিয়েছে। কিন্তু এখনো কোনো আসন জিততে পারেনি। কংগ্রেস ও বামপন্থীরা রাজ্যে পরস্পরের তীব্র প্রতিদ্বন্দ্বী হলেও সর্বভারতীয় স্তরে দুজনই ‘ইন্ডিয়া’ জোটের শরিক ও বিজেপিবিরোধী। অতএব কেরালায় যারাই জিতুক, তা ইন্ডিয়া জোটের পাওনার ঘরই ভারী করবে। কেরালার লাগোয়া কর্ণাটকের ১৪ আসনেও ভোট হচ্ছে আজ। রাজ্যের মোট আসন ২৮। তার মধ্যে আগের লোকসভা ভোটে বিজেপি জিতেছিল ২৫টি। বিজেপির হাত থেকে ক্ষমতা ছিনিয়ে কংগ্রেস ওই রাজ্য শাসন করছে গত বছর থেকে। মরিয়া বিজেপি হাত মিলিয়েছে রাজ্যের তৃতীয় শক্তি জেডিএসের সঙ্গে। ৪০০ আসনের লক্ষ্য ছুঁতে গেলে বিজেপির কাছে কর্ণাটকে ভালো ফল করা জরুরি। প্রথম দফায় রাজস্থানে ভোট হয়েছিল ১২ আসনে। আজ বাকি ১৩ আসনে ভোট। এই রাজ্যেও বিজেপি গেলবার সব কটি আসন জিতেছিল। ভোট হচ্ছে মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের ৮টি করে আসনে। সেই সঙ্গে ভোট মধ্যপ্রদেশের ৭, বিহার ও আসামের ৫টি করে আসনে। ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের ৩টি করে আসনেও ভোট আজ। এর বাইরে মণিপুর, ত্রিপুরা ও জম্মু-কাশ্মীরের ১টি করে আসনে ভোট হচ্ছে। কেরালা, কর্ণাটক ও পশ্চিমবঙ্গ বাদ দিলে বাকি সব রাজ্যেই বিজেপি হয় একা অথবা সঙ্গীদের নিয়ে ক্ষমতায়। এর পর তৃতীয় দফার ভোট হবে ৭ মে জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদহ উত্তর, মালদহ দক্ষিণে। ১৩ মে চতুর্থ দফায় ভোট হবে ৮টি আসনে। এগুলো হলো-বোলপুর, বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট (এসসি), বর্ধমান পূর্ব (এসসি), বর্ধমান, দুর্গাপুর, আসানসোল ও বীরভূমে। ২০ মে পঞ্চম দফায় ভোট হবে ৭টি আসনে। এগুলো হলো- আরামবাগ (তফঃ), বনগাঁ (এসসি), ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলি। ২৫ মে ষষ্ঠ দফায় মোট ৮টি আসনে ভোট হবে। এগুলো হলো- বাঁকুড়া, তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম (এসটি), মেদিনীপুর, পুরুলিয়া ও বিষ্ণুপুর (এসসি)। সর্বশেষ ১ জুন সপ্তম দফায় ভোট হবে ৯টি আসনে। আসনগুলো হলো- বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর (এসসি), মথুরাপুর (এসসি), ডায়মন্ড, হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর।

Share.