ডেস্ক রিপোর্ট: লাদাখে সীমান্ত বিবাদকে কেন্দ্রে করে ভারত-চীন উত্তেজনা চলছে। এই সুযোগে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরও বাড়াচ্ছে চীন। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক মিসাইল লঞ্চিং স্টেশন বানাতে পাকিস্তানকে সাহায্য করছে চীন। এ নিয়ে চীনকে কড়া ভাষায় সমালোচনা করেছেন ভারতীয় বিমানবাহিনীর প্রধান আরকেএস ভদৌরিয়া। মঙ্গলবার ভদৌরিয়া বলেন, পাকিস্তান হল চীনের বিদেশনীতির গুটি। পাকিস্তান যেভাবে চীনের ওপরে নির্ভরতা বাড়াচ্ছে তাতে দেশটির ওপরে ঋণের বোঝা আরও বাড়বে। চায়না-পাকিস্তান ইকোনমিক জোন তৈরির কারণে ঋণে ডুবে যাবে পাকিস্তান।চীন-পাকিস্তান ইকোনমিক করিডোর তৈরি প্রসঙ্গে ভদৌরিয়া বলেন, চীন ওই প্রকল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ওই অর্থের পুরোটাই পাকিস্তানকে দেয়া ঋণ। এর চাপ পাকিস্তানকে নিতে হবে। ভারত-চীন উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে চীন কোনও সংঘাতে গেলে তা আন্তর্জাতিক মহলে বেইজিংয়ের জন্য ভালো হবে না। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সরে যাওয়ার সিদ্ধান্তের পর চীনের নজর এখন সেখানে পড়েছে। এদিকে পাকিস্তানের অতিরিক্ত চীন নির্ভরতা দেশটির জন্য কাল হবে বলেও মন্তব্য করেন ভদৌরিয়া। তিনি বলেন, এই নির্ভরতাই পাকিস্তানকে ডোবাবে। পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তানে বিনিয়োগ করেছে চীন। এতে দেশটির ওপর ঋণও বাড়বে আবার চীনের ওপরেই নির্ভর থাকতে হবে।
‘ভারতের সঙ্গে সংঘাত চীনের জন্য ভালো হবে না’
0
Share.