ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং-এর মৃত্যুতে বিশ্বনেতাদের শোক

0

ডেস্ক রিপোর্ট: ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট অর্থনীতিবিদ মনমোহন সিং ৯২ বছর বয়সে মারা গেছেন। তার মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ভারতের প্রথম শিখ প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ভারতের উদার অর্থনীতির ‘স্থপতি’ হিসেবে অভিহিত করা হয়। তিনি ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৯৯১ সালের অর্থনৈতিক সংস্কার নেতৃত্ব দেন, যা ভারতের বাজারকে বিশ্বায়নের পথ খুলে দিয়েছিল। মনমোহন সিং পাঞ্জাবের এক প্রত্যন্ত এলাকায় ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং কেমব্রিজ ও অক্সফোর্ডের ডিগ্রিধারী ছিলেন। কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্সের অধীনে তিনি দুই মেয়াদে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে ভারত ব্যাপক অর্থনৈতিক প্রবৃদ্ধি লাভ করেছিল এবং লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে উদ্ধার করা সম্ভব হয়েছিল। তার মৃত্যুর পর বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছেন। মার্কিন-ভারত সম্পর্কের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, “মনমোহন সিং ভারতের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং তার অবদান চিরকাল স্মরণীয় থাকবে।” কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার তাকে এক ব্যতিক্রমী, সৎ ও প্রজ্ঞাবান ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাইও তার অবিচল সমর্থনের জন্য মনমোহন সিংকে শ্রদ্ধা জানান। মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ ও রাশিয়ার শীর্ষ নেতারাও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং ভারত-রাশিয়া সম্পর্কের উন্নয়নে তার ভূমিকার কথা স্মরণ করেছেন। শান্ত স্বভাব এবং গভীর বুদ্ধিমত্তার অধিকারী মনমোহন সিং তার জীবন ও নেতৃত্ব দিয়ে ভারতের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিলেন।

Share.