বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভারতে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ১৫ হাজার নাগরিক

0

ডেস্ক রিপোর্ট:  সামরিক জান্তার ভয়ে মিয়ানমার থেকে পালিয়ে এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে ভারতে। মঙ্গলবার (১৮ মে) ভারতীয় কর্মকর্তারা এ তথ্য জানান।মিয়ানমারের বিদ্রোহী ও গণতন্ত্রপন্থিদের সঙ্গে সেনাবাহিনীর লড়াই তীব্রতর হওয়ায় আরও অধিক মানুষ সীমান্ত পার হওয়ার অপেক্ষায় রয়েছে বলে জানা যায়।ভারতের মিজোরাম রাজ্যের পরিকল্পনা বিভাগের সহ সভাপতি এইচ রাম্মাবি রয়টার্সকে বলেন, এপ্রিল নাগাদ সু চি সরকারের কয়েকজন আইন প্রণেতাসহ প্রায় আঠারশ মানুষ রাজ্যে আশ্রয় নেয়। কিন্তু বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪০০ তে।রাম্মাবি আরও বলেন, মিয়ানমার থেকে আসা প্রায় ছয় হাজার মানুষ মিজোরাম রাজ্যে আত্মীয়ের বাসায় আশ্রয় নিয়েছে। সেজন্য আরও কতজন মিয়ানমারের বাসিন্দা ভারতে প্রবেশ করেছে তার সঠিক হিসেব করা কঠিন হচ্ছে। অনেকেই আবার পাঁচটি জেলায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।মিয়ানমার থেকে ভারতে আশ্রয় নেয়া অনেকের করোনাভাইরাস পজেটিভ উল্লেখ করে এইচ রাম্মাবি বলেন, তাদের জন্য খাদ্য এবং মেডিকেল সহায়তা খুবই গুরুত্বপূর্ণ।গত ফেব্রুয়ারি থেকে ভারতের উত্তরপূর্ব ছোট মিজোরাম রাজ্যে মিয়ানমারের শরণার্থীরা আশ্রয় নিয়েছে। ১ ফেব্রুয়ারি গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির ক্ষমতাসীন সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর দেশটির জনগণ সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে নিরাপত্তা বাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করে। মিয়ানমারের অনেক পুলিশ জান্তার দমন আদেশ পালন না করে ভারতে আশ্রয় নেয় তারা।

Share.