সোমবার, ডিসেম্বর ২৩

ভারতে এবার গণধর্ষণের শিকার হলো এক মডেল

0

ডেস্ক রিপোর্ট: ভারতে এবারে হায়দ্রাবাদে উঠতি এক মডেল গণধর্ষণের শিকার হলেন। তার অভিযোগ, দুজন মিলে তাকে ধর্ষণ করেছে। অভিযুক্তদের মধ্যে একজন কিশোর বলেও জানা গেছে। পুলিশের কাছে লিখিত অভিযোগে তিনি এ কথা জানিয়েছেন। সেই তরুণী জানান, গত বছরের ২৮ ডিসেম্বর এ ঘটনা ঘটে। অভিযুক্তরা অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে জোরপূর্বক ধর্ষণ করে। নিজ বাড়িতেই তার ওপর যৌন নির্যাতন চালানো হয়। পুলিশ শুক্রবার জানায়, ৭ জানুয়ারি ওই মডেল ধর্ষণের অভিযোগে এফআইআর করেন। পুলিশে অভিযোগ জানালে তার ফল ভালো হবে না বলেও তাকে হুমকি দেওয়া হয়। মুখ খুললে বা বিষয়টা জানানি হলে, ধর্ষণের ছবি অনলাইনে ফাঁস করে দেওয়ার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা। ওই তরুণীর দাবি, ধর্ষকদের মধ্যে একজন কিশোর। তিনি এর আগে যে হোস্টেলে ভাড়া থাকতেন, অভিযুক্তদের একজন সেই হোস্টেলের বাড়িওয়ালার ছেলে এবং অপর জন ওই ছেলেটিরই পরিচিত। অভিযোগের ভিত্তিতে গণধর্ষণসহ আইপিসির নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এ মামলার তদন্তও শুরু হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। কিছুদিন আগেই এই হায়দ্রাবাদেই পশুচিকিৎসক এক তরুণীকে রাতের নির্জনতায় গণধর্ষণ করে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে মারে অভিযুক্তরা।

Share.