বুধবার, জানুয়ারী ২২

ভারতে এবার দেয়া হবে অননুমোদিত টিকা

0

ডেস্ক রিপোর্ট:  অননুমোদিত একটি করোনাভাইরাস টিকার ৩০ কোটি ডোজ কেনার চুক্তি করেছে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত।ভারতীয় কোম্পানি বায়োলজিকাল ই-র নামহীন ওই টিকার তৃতীয় ধাপে ট্রায়াল চলছে; আগের দুই ধাপের ট্রায়ালে এটি ‘চমৎকার ফল’ দেখিয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে মোদি সরকার।এমনকি জরুরি ব্যবহারের অনুমোদন না পাওয়া এই টিকা কিনতে ২০ কোটি ৬০ লাখ ডলার খরচ করছে ভারত। টিকাদান কর্মসূচিকে গতিশীল করতে ভারত যখন হিমশিম খাচ্ছে, তখন বায়োলজিকাল ই-র কাছ থেকে সরকার এ টিকা কেনার সিদ্ধান্ত নিল।টিকাটি ভাইরাস মোকাবেলায় কতখানি কার্যকর সে সংক্রান্ত তথ্য এখনও প্রকাশিত হয়নি। বায়োলজিকাল ই-র ভ্যাকসিনটি ‘কয়েক মাসের মধ্যেই পাওয়া যাবে’ বলে আশা ভারত সরকারের।দেশটিতে এখন পর্যন্ত নাগরিকদের ২২ কোটির সামান্য বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে, দেশটির মোট জনসংখ্যা অনুপাতে এ সংখ্যা খুবই কম। ঘাটতির কারণে দেশটির ১০ শতাংশেরও কম বাসিন্দা এখন পর্যন্ত করোনার টিকার মাত্র একটি ডোজ পেয়েছেন।এখনও দৈনিক এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে ভারতে। তাদের সরকারি হিসাবেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ৪০ হাজার পেরিয়ে গেছে। বিশেষজ্ঞরা অবশ্য এই হিসাব মানতে নারাজ। তাদের মতে, কোভিড-১৯ এ ভারতে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক অনেক বেশি।ভারতে এখন নাগরিকদের মোট ৩টি টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকাটি ভারতেরই সেরাম ইনস্টিটিউটে বানাচ্ছে। বাকি দুটির একটি কোভ্যাক্সিন বানিয়েছে ভারত বায়োটেক ও সরকারের ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ। অন্যটি মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের স্পুৎনিক ভি।

Share.