ভারতে করোনার ‘এক্সই’ উপধরনে আক্রান্তের খবর নাকচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

0

ডেস্ক রিপোর্ট: ভারতের মুম্বাইয়ে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের নতুন উপধরন ‘এক্সই’ তে এক নারীর আক্রান্ত হওয়ার খবর প্রকাশিত হলেও তা নাকচ করে দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এক টুইট বার্তায় মহারাষ্ট্র রাজ্যের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানায়,‘মুম্বাইয়ে করোনাভাইরাসের এক্সই উপধরন শনাক্ত হওয়ার প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, বর্তমানে যেসব তথ্যপ্রমাণ আছে, সেসব দেখে নতুন এ ধরন শনাক্ত হওয়ার ইঙ্গিত মিলছে না।’ গতকাল বুধবার দেশটির সংবাদমাধ্যমগুলো ৫০ বছর বয়স্ক একজন নারী করোনার নতুন উপধরন এক্সে শনাক্ত হয়েছে বলে জানায়। তারপরই ওই নারীর নমুনা সংগ্রহ করে ভারতে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য গঠিত কনসোর্টিয়ামের বিশেষজ্ঞারা তা বিশ্লেষণ করেন। তবে এর সঙ্গে ওমিক্রনের উপধরন এক্সইর কোনো মিল পাওয়া যায়নি। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ওই নারীর শরীরে করোনাভাইরাসের কোনো উপসর্গ নেই। গত ১০ ফেব্রুয়ারি তিনি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসেন। বিমানবন্দরে পিসিআর পরীক্ষায় তিনি করোনা নেগেটিভ হয়েছিলেন। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ধরনের একটি নতুন উপধরন শনাক্ত হয়েছে। প্রাথমিকভাবে ওমিক্রনের মূল উপধরনটির চেয়ে এক্সই আরও বেশি সংক্রামক।

 

Share.