ভারতে করোনায় মৃত্যু কমলেও চোখ রাঙাচ্ছে সংক্রমণ

0

ডেস্ক রিপোর্ট: ভারতে দৈনিক করোনা সংক্রমণ মঙ্গলবার দুই লাখের নিচে নেমেছিল। তবে বুধ এবং বৃহস্পতিবার পরপর দু’দিনই তা আবার দুই লাখ ছাড়াল। যদিও দৈনিক মৃত্যু বুধবারের থেকে কিছুটা কমে চার হাজারের নিচে নেমেছে। গত কয়েক দিনের মতো দেশে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে বৃহস্পতিবার।ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হল ২ কোটি ৭৩ লাখ ৬৯ হাজার ৯৩ জন। দেশে মোট মৃতের সংখ্যাও ৩ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের দেশটিতে এখন প্রতিদিন নতুন করে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সুস্থ হয়ে উঠছেন। এর ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সক্রিয় রোগী কমেছে ৭৫ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে ভারতে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। সংক্রমণের হারও রয়েছে ১০ শতাংশের নিচে।

Share.