ডেস্ক রিপোর্ট: ভারতে করোনা ভাইরাসে আক্রান্তদের অর্ধেকেরও বেশি সুস্থ হয়ে গেছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মত দেশটিতে সুস্থতার সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যানুযায়ী, ভারতে মোট আক্রান্ত এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার জন। আশার কথা হচ্ছে, এরমধ্যে ১ লাখ ৩৫ হাজার জনই সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন। অর্থাৎ, আক্রান্তের মধ্যে অর্ধেকের বেশিই এখন সুস্থ। এনডিটিভি জানিয়েছে, ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯,৯৮৫ জন। আর একদিনে মারা গেছেন আরো ২৭৯ জন। তবে দেশে মহামারী রূপে দেখা দেওয়া কোভিড- ১৯ এর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মোট ৭,৭৪৫ জন মানুষ। এখনো দেশটিতে আক্রান্ত রয়েছেন ১ লাখ ৩০ হাজার মানুষ। ভারতে সবচেয়ে বেশি যে রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে তা হল মহারাষ্ট্র। তবে ওই রাজ্যে এখনও গোষ্ঠী সংক্রমণ ঘটেনি বলেই জানা গেছে। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ জানান, মহারাষ্ট্রে এখনও কোনও গোষ্ঠী সংক্রমণের প্রমাণ মেলেনি। উল্লেখ্য, করোনার উৎসভূমি ধারণা করা হয় চীনকে। তবে সমগ্র চীনে যত আক্রান্ত হয়েছিল এক মহারাষ্ট্রেই তার থেকে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
ভারতে করোনা থেকে সুস্থের সংখ্যা আক্রান্তের সংখ্যাকে ছাড়ালো
0
Share.