সোমবার, ডিসেম্বর ২৩

ভারতে কয়লা আনতে গিয়ে পাথর চাপায় বাংলাদেশি নিহত

0

বাংলাদেশ থেকে সুনামগঞ্জ প্রতিনিধি: ভারতে অনুপ্রবেশ করে কয়লা আনতে গেলে পাথরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত যুবক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রজনীলাইন গ্রামের মজনু মিয়ার ছেলে আইয়ূব আলী (২৭)। বৃহস্পতিবার (১৪ মার্চ) ভোর ৪টার দিকে টেকেরঘাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১৯৯৯ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। পাথর চাপায় যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি জানান, লাশ সুরতহাল শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। কয়লা আনতে ভারতে অনুপ্রবেশ করে পাথরের নিচে চাপা পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যুর প্রসঙ্গে টেকেরঘাট সীমান্ত ফাঁড়ির দায়িত্বরত ক্যাম্প কমান্ডার সাইদুর রহমান এর কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে বক্তব্য দিতে পারবেন না জানিয়ে ফোনের লাইন কেটে দেন।

Share.