ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত-১৬

0

ডেস্ক রিপোর্ট: ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যের থানেতে এলাকায় নির্মাণস্থলে কর্মীদের মাথায় গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১ আগস্ট) ভোররাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। রাজ্যটির সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণকাজে মেশিনটি ব্যবহার করা হচ্ছিল বলে জানা গেছে। প্রতিবেদনে আরও বলা হয়, মহারাষ্ট্রের থানের শাহপুর এলাকায় সম্রুদ্ধি এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ চলছিল। ভোরবেলা সেখানেই কাজ করছিলেন একদল কর্মী। আচমকা ওপর থেকে তাদের মাথায় ক্রেন ভেঙে পড়ে। সরাসরি ক্রেনের নিচে চাপা পড়ে যান অনেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৬ জনের। তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

Share.