বুধবার, জানুয়ারী ১

ভারতে চিতাবাঘকে হত্যার পর মৃতদেহ নিয়ে উল্লাস

0

ডেস্ক রিপোর্ট: ভারতে বাজিভর্তি আনারস খাইয়ে হাতি হত্যার পর এবার একটি চিতাবাঘকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে আসামের গুয়াহাটিতে। এনডিটিভির খবরে বলা হয় সোমবার (৮ জুন) বাঘটি আসামের গুয়াহাটির উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় ঢুকে পড়ে। কিন্তু এলাকাবাসীর নির্মম নির্যাতনে শেষ পর্যন্ত জীবন দিতে হয় বাঘটিকে। প্রতিবেদনে বলা হয়, আবাসিক এলাকায় ঢুকে পড়ার শাস্তি হিসেবে বাঘটিকে ঘিরে ধরে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় পিটিয়ে হত্যার পর স্থানীয়রা বাঘের মৃতদেহটি ট্রফির মতো ধরে প্যারেড করতে থাকে। হাতি হত্যার পর বাঘের প্রতি এমন বর্বর আচরণের ঘটনায় ভারতে বন্যপ্রাণীদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। তবে এ ঘটনার সাথে জড়িতের ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও খুঁজছে কর্তৃপক্ষ।

Share.