সোমবার, ডিসেম্বর ২৩

ভারতে নিখোঁজ বাংলাদেশি এমপি আনোয়ারুল আজীজ আনারের লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: ভারতে চিকিৎসা করতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীজ আনারের লাশ কলকাতার নিউটাউন থেকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় ২ জনকে আটকও করা হয়েছে। এ খবর নিশ্চিত করেছে কলকাতা পুলিশ। তবে ভারতীয় গণমাধ্যমের খবর, তাকে হত্যা করা হয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ গত রোববার জানান, ১২ মে দর্শনা স্থল বন্দর দিয়ে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। ১৪ মে পর্যন্ত পরিবারের সঙ্গে তার যোগাযোগ হয়েছে। ১৬ মে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে একটা মিস কল আসলেও এরপর থেকেই নিখোঁজ তিনি। উল্লেখ্য, আনোয়ারুল আজিম ঝিনাইদহ-৪ আসন থেকে পরপর নৌকার টিকিটে সংসদ সদস্য নির্বাচিত হন।

Share.