‘ভারতে পাচারকালে’ ১৫টি স্বর্ণের বারসহ ‘চোরাকারবারী’ আটক

0

ঢাকা অফিস: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরসংলগ্ন লক্ষ্মীদাড়ি সীমান্তে ১৫টি স্বর্ণের বারসহ হাফিজুর নামের একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বিজিবির দাবি, আটক হাফিজুর একজন চোরাকারবারী।বিজিবির ভোমরা কোম্পানির একটি টহলদল লক্ষ্মীদাড়ি বেড়িবাঁধের ওপর থেকে স্বর্ণসহ হাফিজুরকে আটক করে। জব্দ করা স্বর্ণের ওজন এক কেজি ৭৪৯ গ্রাম এবং দাম প্রায় এক কোটি টাকা বলে দাবি বিজিবির।বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে সুবেদার হারুনের নেতৃত্বে একটি টহলদল স্বর্ণসহ হাফিজুর নামের এক ব্যক্তিকে আটক করে। হাফিজুর এই স্বর্ণ পাচার করছিলেন।লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আরও জানান, হাফিজুরকে সাতক্ষীরা থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

Share.