রবিবার, জানুয়ারী ২৬

ভারতে বরযাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত-২৫

0

ডেস্ক রিপোর্ট: ভারতে বরযাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে উত্তরাখাণ্ড রাজ্যের পাউরি গারওয়াল জেলার বিরোখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিল। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি গ্রামে যাওয়ার পথে বাসটি ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায়। রাতভর অভিযান চালিয়ে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ও পুলিশ ২১ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজ্য পুলিশের প্রধান অশোক কুমার দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানের একটি ভিডিও ফুটেজ টুইটারে শেয়ার করেছেন। এতে আহত যাত্রীদের নিরাপদস্থানে সরিয়ে নিতে দেখা গেছে।

Share.