শুক্রবার, ফেব্রুয়ারী ২৮

ভারতে বাস-ট্যাঙ্কারের সংঘর্ষে নিহত ৭

0

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী একটি বাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। বুধবার ভোরে সম্বল জেলার আগ্রা-মোরাদাবাদ সড়কে হওয়া এই দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।সম্বল জেলার পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, বুধবার ভোরে উত্তরপ্রদেশের আলিগড় ডিপোর একটি সরকারি বাসের সঙ্গে গ্যাস ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন নিহত হন। আহত হন ২৫ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

Share.