শুক্রবার, ডিসেম্বর ২৭

ভারতে বিশেষ সম্মাননা পেলেন সাকিব সনেট

0

বিনোদন প্রতিবেদকঃ  ভারতের জনপ্রিয় প্রতিষ্ঠান মোজোটেল এন্টারটেইনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন এর আয়োজনে এবং ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় গত ২৯ জুলাই সল্টলেকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পূর্বশ্রী প্রেক্ষাগৃহে হয়ে গেলো ফিল্ম ফেস্টিভ্যাল এবং এ্যাওয়ার্ড অনুষ্ঠান ।

উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত চিত্র পরিচালক গৌতম ঘোষ এবং বিশেষ অতিথি ও জুরি হিসেবে ছিলেন ভারতের জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক কেরালার বিজুকুমার দমোদরণ ও মহারাষ্ট্রের বিখ্যাত পরিচালক/অভিনেতা সন্তোষ পাঠারে এবং কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষ।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক ও আন্তর্জাতিক ইভেন্ট অর্গানাইজার সাকিব সনেট’কে বিশেষ সম্মাননা এবং এ্যাওয়ার্ড প্রদান করা হয় তার ইন্ডাস্ট্রির প্রতি অবদানের জন্য। পুরস্কৃত হয়ে সাকিব সনেট বলেন “যেকোনো পুরস্কার বা সম্মাননা ভালো কাজ আরো বেশি করে করার প্রতি ইচ্ছা এবং আগ্রহ বাড়িয়ে দেয়, আর সে সম্মাননা যদি দেশের বাইরে থেকে পাওয়া যায় তাহলে তো ইচ্ছা ও আগ্রহ টা দায়িত্বের মধ্যে পরে যায়”।

এছাড়া সাকিব সনেট বিশেষ ভাবে ধন্যবাদ জানিয়েছেন উক্ত অনুষ্ঠানের মূল আয়োজক মোজোটেল এন্টারটেইনমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন এর কর্ণধার সুমনা কাঞ্জিলাল এবং এহসাস কাঞ্জিলাল কে এত সুন্দর আয়োজন করার জন্য।

Share.