স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরানোর দাবি দৃঢ় হচ্ছে। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ইয়ান চ্যাপেল পর এবার মুখ খুললেন মাইক হাসি। অজিদের হয়ে খেলা সাবেক এই ব্যাটসম্যান মনে করেন ভারতের মাটিতে বিশ্ব আসর আয়োজন কঠিন হয়ে দাঁড়াবো।স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাইক হাসি। জৈব সুরক্ষা বলয়ে থেকেও করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। সুস্থ হয়ে অস্ট্রেলিয়া ফিরেই কথা বলেছেন তিনি।ফক্স ক্রিকেটকে তিনি বলেন, ‘আইপিএলে আটটি দল ছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনেক বেশি দল ভারতে অবস্থান করবে। বেশ কয়েকটি শহরে হবে খেলা। যত বেশি শহরে খেলা হবে তত সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বাড়বে। আমার ধারণা অনেক দেশই ভারতে খেলতে যাওয়ার ব্যাপারে ঘাবড়ে যাচ্ছে।হাসির মতে ভারতের বদলে বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ আয়োজনের কথা চিন্তা করা উচিৎ।তিনে বলেন, ‘এমন পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা যেতেই পারে।’১ জুন আইসিসির বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তার আগে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশেষ সভা ডেকেছে ২৯ মে।চলতি বছরের অক্টোবরে শুরু হওয়ার কথা সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব আসর। মহামারির মধ্যেই ৯টি শহরে বিশ্বকাপ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই।
ভারতে বিশ্বকাপ আয়োজন সহজ হবে না, দেশে ফিরে অজি তারকা
0
Share.