ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্রের নাশিকে যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনায় অন্তত ১১জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৩৮ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দেশটির সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, শনিবার ভোর ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস নাসিকের ঔরঙ্গাবাদ সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিজেলবাহী ট্রেলার ট্রাককের সঙ্গে ধাক্কা লাগে। এসময় বাসটিতে আগুন ধরে যায়। এরই মধ্যে দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলছে। দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করছে। মহারাষ্ট্রের পুলিশ বলেছে, তারা এখনও নিহতের প্রকৃত সংখ্যা জানে না। এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশ আশঙ্কা করছে। বিলাসবহুল এ বাসটিতে মোট যাত্রীসংখ্যা কত ছিল তা এখনো জানা যায়নি বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।
ভারতে যাত্রীবাহী বাসে আগুনে নিহত-১১
0
Share.