বুধবার, ডিসেম্বর ২৫

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ: নিহত ৫

0

ডেস্ক রিপোর্ট: ভারতের মহারাষ্ট্র রাজ্যের পালঘর জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত ও অপর সাতজন আহত হয়েছে। শনিবার মুম্বাই থেকে একশো কিলোমিটার দূরের ওই কারখানাটিতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে পুলিশ। এএনকে ফার্মা নামে একটি নির্মাণাধীন কারখানায় বিস্ফোরণ ঘটে। ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, মহারাষ্ট্র শিল্প উন্নয়ন কর্পোরেশন এলাকার ওই কারখানায় কিছু রাসায়নিক পরীক্ষার সময়ে বিস্ফোরণ ঘটে। ১৫ কিলোমিটার দূর থেকেও এর শব্দ শোনা যায়। আশেপাশের কয়েকটি এলাকার জানালার কাঁচ ভেঙে পড়ে। বিস্ফোরণের পর নির্মাণাধীন ভবনটি ভেঙে পড়ে। এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন বিস্ফোরণের পর ধ্বংসস্তুপে আটকা পড়া সাত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরনের পর আগুন ধরে গেলে তা নেভানো হয়েছে বলেও জানান তিনি। নিহতদের প্রত্যেকের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে।

Share.