ভারতে লালকেল্লা কৃষকদের দখলে, নিহত ১

0

ডেস্ক রিপোর্ট:  ভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা দখলে নিয়েছে কৃষি বিল বাতিলের দাবিতে বিক্ষোভরত কৃষকরা। হাজার হাজার বিক্ষোভকারী এদিন পুলিশের ব্যারিকেড ভেঙে এবং কাঁদানে গ্যাস উপেক্ষা করেই লালকেল্লার দখল নেয়। দিল্লির আয়কর ভবন চত্বরে এক ব্যক্তি নিহত হয়েছে।এদিন ট্র্যাক্টর র‍্যালির আগে দিল্লির সিংঘু সীমানায় পুলিশের ব্যারিকেড ভাঙার অভিযোগ ওঠে বিক্ষোভরত কৃষকদের বিরুদ্ধে। পাল্টা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের শেলও ফাটায় পুলিশ।সেন্ট্রাল দিল্লির আয়কর ভবন চত্বরে আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের বাস ভাঙচুরেরও অভিযোগ উঠেছে। এরপরই প্রতিবাদের সুর চড়ান কৃষকরা। পুলিশি বাধা পেরিয়ে লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা। কেন্দ্রের তিন বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে মঙ্গলবার দিল্লিতে ট্র্যাক্টর র‍্যালির ডাক দিয়েছিল কৃষকরা।কৃষকদের ট্র্যাক্টর র‍্যালি রুখতে এদিন রাস্তায় বসে পড়েন নারী পুলিশ কর্মকর্তারা। তবে শেষপর্যন্ত কৃষকদের মনোবলের কাছে হার মানে পুলিশ। তাদের সমাবেশের অনুমতি দেয়া হয়।উল্লেখ্য, তিন কৃষি আইনের প্রতিবাদে দিল্লি সীমানা লাগোয়া এলাকায় আন্দোলনে সামিল হয়েছেন ভারতের কৃষকরা। এর আগে ১০ বার কৃষক নেতাদের সঙ্গে বৈঠকে বসে সরকার পক্ষ। কিন্তু কোনও সমাধান হয়নি।

Share.