সোমবার, ডিসেম্বর ৩০

ভারতে সেলফি তুলতে গিয়ে হেলিকপ্টারের পাখায় ছিন্নভিন্ন দেহ

0

ডেস্ক রিপোর্ট: হেলিকপ্টার চালু অবস্থায় সেলফি তুলতে গিয়েছিলেন। কিন্তু খেয়াল করেননি যে হেলিকপ্টারের পেছনের পাখা বা রোটরের খুব কাছে চলে গিয়েছেন তিনি। পাখার আঘাতে ছিন্নভিন্ন হয়ে যায় শরীর। ঘটনাস্থলেই মারা যান তিনি। রবিবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হন অমিত সৈনি। তিনি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের বেসামরিক বিমান পরিবহণ দফতরের ফিনান্সিয়াল কন্ট্রোলার ছিলেন। উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের হেলিপ্যাডে হেলিকপ্টারটি নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। পুলিশ জানিয়েছে, হেলিকপ্টারটি কেদারনাথ ধামের হেলিপ্যাডে নামার পর সেলফি তুলতে গিয়েছিলেন অমিত। তখনও হেলিকপ্টারটির পিছনের দিকের পাখা (রোটর) চলছিল। সেলফি তোলার ঝোঁকে বুঝতে পারেননি যে তিনি পেছনের পাখার খুব কাছে চলে গিয়েছেন। মুহূর্তেই সেই পাখায় কাটা পড়েন তিনি, ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহ। হঠাৎ এই ঘটনায় পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Share.