ডেস্ক রিপোর্ট: ভারতে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৬২ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯৩৪। ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৩ নতুন আক্রান্ত নিয়ে আক্রান্তের মোট সংখ্যা ২৯ হাজার ৪৩৫। মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ খবর জানা গেছে। এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুসারে ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছিল ১৪৬৩ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছিল ২৮ হাজার ৩৮০। মঙ্গলবার তা বেড়ে হয় ২৯ হাজার ৪৩৫ জন। বিভিন্ন রাজ্যের মধ্যে মহারাষ্ট্রের করোনা-পরিস্থিতি আরও ঘোরালো হয়েছে। এর পর রয়েছে গুজরাট। শতাধিক মানুষের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশেও। উড়িষ্যায় নতুন করে সাত জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ জনের। সেখানে আক্রান্তের সংখ্যা হয়েছে ১১৮।মহারাষ্ট্র ও গুজরাটে রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮, মৃতের সংখ্যা ৩৪২। আর গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১-এ পৌঁছেছে। মৃত্যু হয়েছে ১৫১ জনের। কেন্দ্রীয় প্রতিনিধি দলের রিপোর্টে এই দু’টি রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে৷ এর পরের ধাপেই রয়েছে মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহার। এই পাঁচটি রাজ্যেও নতুন করোনা রোগীর সংখ্যা ঊর্ধ্বগামী৷ দুনিয়া জুড়ে লকডাউন এখন ধীরে ধীরে শিথিল করার প্রক্রিয়া চলছে। আক্রান্তের সংখ্যা আগের মতো দ্রুত ও বেশি না হওয়ায় ইতালি, যুক্তরাষ্ট্র, স্পেন ও ফ্রান্সে অর্থনৈতিক মন্দা বা সঙ্কট নিরসনে লকডাউন শিথিলের এই পদক্ষেপ নেয়া হচ্ছে। ভারতেও লকডাউনের সময়সীমা আগামী ৩ মে। এর মধ্যেই এসব আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। ফলে বিভিন্ন রাজ্যের পক্ষ থেকে লকডাউনের সময়সীমা এর পরেও বাড়ানোর দাবি উঠছে।
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ৫৪৩, মৃত্যু ৬২
0
Share.