ডেস্ক রিপোর্ট: ভারত ২০ মিলিয়ন ডলারের করোনা ভাইরাসের টিকা কেনার চুক্তি বাতিল করেছে ব্রাজিল সরকার। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (২৯ জুন) চুক্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল।সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা ও ফেডারেল কম্পট্রোলার জেনারেল (সিজিইউ) ওয়াগনার রোজারিও বলেন, ‘অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তার আগে আমরা চুক্তিটি বাতিল করতে চলেছি। আমরা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করব বলেই আশা করছি। ১০ দিনের মধ্যে আমরা কিছু একটা জানতে পারব।’এ বছরের ফেব্রুয়ারি মাসে ভারত বায়োটেকের সঙ্গে ২ কোটি কোভ্যাক্সিনের চুক্তি হয়েছিল ব্রাজিলের। দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের অভিযোগ নির্ধারিত সময় পার হয়ে গেলেও পর্যন্ত কোনো টিকা ব্রাজিলে পাঠানো হয়নি। এছাড়া টিকার দাম চুক্তিতে অনেক বেশি দেখানো হয়েছে বলেও জানিয়েছেন তারা।পুরো বিষয়টি নিয়ে দেশের মধ্যে চাপে রয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট বলসোনারো। তবে টিকা নিয়ে অনিয়মেে তার কোন বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।
ভারত থেকে টিকা কেনার চুক্তি বাতিল ব্রাজিলের
0
Share.