ভারত দুর্বল সরকার প্রত্যাশা করলেও বাংলাদেশে আর দুর্বল সরকার প্রতিষ্ঠিত হবে না: মির্জা আব্বাস

0

ঢাকা অফিস: গণহত্যার বিচার এবং সংস্কারের পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘ভারত দুর্বল সরকার প্রত্যাশা করলেও বাংলাদেশে আর দুর্বল সরকার প্রতিষ্ঠিত হবে না।’ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা নিয়ে রাজধানীর মতিঝিল থানা বিএনপি আয়োজিত কর্মশালায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। মির্জা আব্বাস বলেন, ‘নির্বাচনের কথা বললেই যাদের গাত্রদাহ শুরু হয়, তারা দেশের জন্য রাজনীতি করেন না। ভারত তাদের স্বার্থে বাংলাদেশে নির্বাচন চায়; কিন্তু বিএনপি দেশের স্বার্থে নির্বাচন চায়।’ তিনি বলেন, ‘আগামীতে যে সরকারই ক্ষমতায় আসুক, যারা গণহত্যা চালিয়েছে এবং গুলি করার নির্দেশ দিয়েছে, তাদের সবাইকে বিচার নিশ্চিত করতে হবে।’ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবদুস সালাম বলেন, ‘যারা নানা অজুহাতে নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারা দেশের কল্যাণ চায় না।’

Share.