ডেস্ক রিপোর্ট: ইন্সটাগ্রাম তার নতুন ফিচার ‘রিলস’ পরীক্ষাভাবে চালু করা হয়েছে। ফিচারটি সম্পর্কেভারতের কিছু ব্যবহারকারী ইতিমধ্যেই জানিয়েছেন, যে তারা ইন্সটাগ্রামে অ্যাপটিতে এই ফিচারটি পেয়েছেন।এই নতুন ফিচারটি এমন এক সময়ে এসেছে যখন এই বিভাগের জনপ্রিয় অ্যাপ টিকটক ভারতে নিষিদ্ধ করা হয়েছে।ভারতে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ৫৯টি চীনা অ্যাপস নিষিদ্ধ করেছে, টিকটক তার মধ্যে একটি।ব্রাজিলে গত বছর ইন্সটাগ্রামের এই ফিচারের পরীক্ষামূলকভাবে শুরু করা করেছিল। সম্প্রতি এটি ফ্রান্স এবং জার্মানিতেও চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্সটাগ্রামের এই ফিচারের এই ফিচারটি কিছু সময়ের মধ্যেই ভারতেও পরীক্ষামূলকভাবে শুরু হয়ে যাবে।টিকটক নিষিদ্ধ হওয়ার পর ইন্সটাগ্রামের এই ফিচার ক্রিয়েটরদের কাছে এক বিশেষ প্ল্যাটফর্ম।
ভারতে টিকটকের বিকল্প ‘রিলস’ আনল ইন্সটাগ্রাম
0
Share.