ঢাকা অফিস: চট্টগ্রামের মীরসরাই উপজেলার ইকোনোমিক জোন থেকে মঙ্গলবার (২২ জুন) দুপুর ২টার সময় নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসা ৫ শিশুসহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোড়াড়গঞ্জ থানা পুলিশ। তারা দালালের মাধ্যমে নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে আসতে সক্ষম হয়। আটককৃত রোহিঙ্গাদের সকালে ইকোনমিক জোনে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে স্থানীয়রা আনসার সদস্যদের বিষয়টি জানায়। আনসার সদস্য ও উপস্থিত লোকজন তাদের আটক করে। পরে আনসার সদস্যরা তাদের চরশরৎ পুলিশ ক্যাম্পে নেয়। সেখান থেকে জোড়াড়গঞ্জ থানায় তাদের হস্তান্তর করা হয়।আটককৃতরা হলেন- মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আকতার (৯), দেলোয়ার হোসেন (০৭), জেসমিন (৩), মো. রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিদা (১৮), শওকত আরা (১৯) ও মো. জোবায়ের (২)। আটককৃতদের বুধবার (২৩ জুন) আদালতে প্রেরণ করা হবে।জোড়াড়ঞ্জ থানার ওসি নুর হোসেন মামুন বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা কক্সবাজার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে ভাসানচর থেকে পালিয়ে আসে। তাদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
ভাসানচর থেকে পালিয়ে আসা শিশুসহ ১৪ রোহিঙ্গা আটক
0
Share.