বৃহস্পতিবার, জানুয়ারী ২৩

ভিপি নুরসহ ৬ জন ঢাকা মেডিক্যালে ভর্তি

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদেরকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টাররে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন। নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২২ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুরে ডাকসুতে ভিপির কক্ষে এ হামলার ঘটনা ঘটে। হামলায় নুর ও তার সংগঠনের ১৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। এর আগেও কয়েকবার নুরের ওপর হামলার ঘটনা ঘটেছে। তবে ছাত্রলীগ এ অভিযোগ অস্বীকার করেছে। পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘প্রায় ২৫ জনের মতো হাসপাতালে এসেছিল। তাদের মধ্যে বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। পাঁচ থেকে সাত জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বেশিরভাগেরেই হাত, পা ও মাথায় আঘামপ্রাপ্ত। তাদের এক্সরে ও সিটিস্ক্যান করা হয়েছে। তবে তাদের মধ্যে ফারাবি নামের একজনের অবস্থা একটু ক্রিটিক্যাল, বাকিরা ততোটা নন।

Share.