ঢাকা অফিস: কথা ছিল আজ ভারতের অ্যাপোলো হাসপাতালে ডাক্তার দেখাবেন ‘হাতপাখার বাতাসে’খ্যাত সংগীতশিল্পী আকবর আলী গাজী। তবে আর্থিক জটিলতাসহ বেশ কিছু কারণে সেটা সম্ভব হয়নি। সোমবার সকালে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা বলেন, ‘আজ অ্যাপোলো হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সুবীর রায়কে আমাদের দেখানোর কথা ছিল। চিকিৎসার জন্য আমরা সঞ্চয়পত্র ভাঙতে চেয়েছিলাম, তবে সেটা সম্ভব হয়নি। তবে আকবরের চিকিৎসার জন্য গত ৯ সেপ্টেম্বর দুই লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। সেটা আজ ক্যাশ হচ্ছে। এ ছাড়া আমাদের করোনা পরীক্ষা নিয়ে বেশ কিছু জটিলতা দেখা দেওয়ায় আমরা ডাক্তারের কাছে আবেদন করে সময় পরিবর্তন করেছি।’গণমাধ্যমে খবর এসেছে, আপনাদের ভিসা মেলেনি। এ প্রসঙ্গ তোলা হলে আকবরের স্ত্রী বলেন, ‘ব্যাপারটি তেমন নয়। অ্যাপোলো হাসপাতাল থেকে বলে দিলেই আমাদের ভিসা মিলবে। তারপর করোনা পরীক্ষা করে আমরা ভারত যেতে পারব। নতুন করে ১ অক্টোবর ডাক্তারের ডেট নেওয়া হয়েছে। এর এক থেকে দুদিন আগেই আমরা ভারত যাচ্ছি।দীর্ঘদিন ধরে কিডনি, হার্টসহ নানা সমস্যায় ভুগছেন সংগীতশিল্পী আকবর আলী গাজী। ১৬ দিনের চিকিৎসা শেষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ২ সেপ্টেম্বর বাসায় ফেরেন তিনি। এর পর থেকে উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার চেষ্টা করছেন ‘হাতপাখার বাতাসে’খ্যাত এই শিল্পী।
ভিসা নয়, অর্থ জটিলতায় ভারত যাওয়া হয়নি আকবরের
0
Share.