ভুলের কারণে ১৮০ বছর পর ব্রিটিশ নগরীর তালিকায় জিব্রাল্টার

0

ডেস্ক রিপোর্ট: ১৮০ বছর পর ব্রিটিশ নগরী হিসেবে সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে জিব্রাল্টার। ১৮০ বছর আগেই যুক্তরাজ্যের রানি ভিক্টোরিয়া জিব্রাল্টারকে আনুষ্ঠানিক নগরী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। কিন্তু প্রশাসনিক একটি ভুলের কারণে এতদিন জিব্রাল্টার ব্রিটেনের নগরী হিসেবে স্বীকৃতি পাওয়া থেকে বঞ্চিত ছিল। তবে কী কারণে জিব্রাল্টারের নাম বাদ পড়েছিল তা স্পষ্ট নয়। চলতি বছরের শুরুতে রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রিটেনের নগরী হিসেবে তালিকাভুক্তির আবেদন করে জিব্রাল্টার। এক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ‘জিব্রাল্টার নগরীর সরকারি স্বীকৃতি দেখতে পাওয়াটা দারুণ ব্যাপার। এই নগরীর সমৃদ্ধ ইতিহাস এবং সক্রিয়তার জন্য এ এক বড় ধরনের সম্মাননা।’ ‘‘রানির সাম্রাজ্যে এই স্বীকৃতি জিব্রাল্টারের বিশেষ মর্যাদা নতুন করে নিশ্চিত করেছে। পাশাপাশি জিব্রাল্টারিয়ান সম্প্রদায়ের মর্যাদা এবং স্বতন্ত্র ঐতিহ্য এর মধ্য দিয়ে সঠিকভাব মহিমান্বিত হয়েছে।’’

Share.