ডেস্ক রিপোর্ট: করোনা মহামারীতে অর্থ সহায়তার ১শ’ ৪০ কোটি ডলার ভুলে মৃত ব্যক্তিদের ঠিকানায় পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের কোষাগার থেকে। সরকারি কর্মকর্তারা খুঁজে বের করেন এ তথ্য। করোনা মহামারী থেকে দেশকে রক্ষা করতে মার্চ থেকেই দেশের অর্থনীতিতে আড়াই ট্রিলিয়ন ডলার যোগ করেছে কংগ্রেস। তবে অর্থ সরবরাহ বেগবান করতে যেয়ে তা ত্রুটিপূর্ণ হয়ে পড়েছে। সরকারের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা সংবাদ মাধ্যম বিবিসিকে জানায়, কোষাগার থেকে মৃত ব্যক্তিদের পরিবারের বিষয়ে কোন তথ্য না নিয়েই চেক পাঠিয়ে দেয়া হয়। কয়েকজন কর কর্মকর্তা এ বিষয়ে কথা বললেও তা আমলে নেয়নি কোষাগার কর্তৃপক্ষ।সরকারি কর্মকর্তাদের প্রকাশিত ওই প্রতিবেদনে আরো বলা হয়, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাকে সহায়তা করতে মহামারীতে মোট বরাদ্দের যে ২৬ শতাংশ রাখা হয়েছে, সেটিও অনিশ্চয়তার মধ্যে পড়েছে। এই অর্থ বিতরণে দুর্নীতি হতে পারে বলেও জানান তারা। তারা বলেন, ঋণগুলো খুব দ্রুত পাশ হয়েছে। কিন্তু মহামারীর সময় নিরাপত্তা ব্যবস্থা খুব একটা জোরদার নয়। এরমধ্যে অনেক ভুয়া আবেদন অনুমোদন পেয়ে যেতে পারে। অর্থ বিতরণের বিষয়ে তদারকি প্রয়োজন বলেও জানান তারা। মহামারী মোকাবেলায় বরাদ্দ করা আড়াই ট্রিলিয়ন ডলারের মধ্যে ২৮ হাজার কোটি ডলারই সরাসরি বিপদগ্রস্তদের দেয়া হবে। যাদের বেতন ৭৫ হাজার ডলারের নিচে তাদের প্রত্যেককে ১২শ’ ডলার দেয়া হবে। প্রত্যেক শিশুকে দেয়া হবে ৫শ’ ডলার করে। এরমধ্যে বিভিন্ন খাতে প্রায় ২৭ হাজার কোটি ডলার ব্যয় হয়েছে। ছোট বড় প্রায় ৪৬ লাখ ব্যবসায় দেয়া হয়েছে ৫০ হাজার কোটি ডলার।
ভুলে ১শ ৪০ কোটি ডলার গেল মৃতদের ঠিকানায়
0
Share.