শনিবার, জানুয়ারী ২৫

ভুল স্বীকার করে জনগণের হয়ে কাজ করার সুযোগ চাইলেন বিকল্পধারার মাহী বি চৌধুরী

0

ঢাকা অফিস: ২০১৮ সালে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের নির্বাচনে অংশগ্রহণ একটি ভুল সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন ‘বিকল্পধারা বাংলাদেশ’-এর মুখপাত্র মাহী বি চৌধুরী। ভুল রাজনৈতিক সিদ্ধান্তের ফলে বিকল্পধারার ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে বলেও জানান তিনি। আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। মাহী বি চৌধুরী জানান, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারে তার দল সক্রিয় ভূমিকা রেখেছে। দেরিতে হলেও এমন ভুলের দায় স্বীকার করে সামনের দিনে আশানুরূপ কার্যক্রমের আশ্বাস দিয়ে পুনরায় জনগণের হয়ে কাজ করার সুযোগ চেয়েছেন তিনি। তিনি আরও বলেন, ‘আমি বলতে চাই, বিকল্পধারার রাজনীতির প্রবক্তা অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর শেষ ৯ দফা নির্দেশনা অনুযায়ী দল পুনর্গঠন করে স্বল্পতম সময়ের আনুষ্ঠানিকভাবে পরবর্তী প্রজন্মের কাছে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে বিকল্প জেনারেল-২ (দ্বিতীয় প্রজন্ম) যাত্রা শুরু করবে ইনশাল্লাহ। আমরা অধ্যাপক বি চৌধুরীর নেতৃত্বে বিকল্প রাজনীতির যে বীজ বপন করেছি, ২০২৫ থেকে ২০৪৫ বিকল্পধারা জেনারেল-২ সে বীজের অঙ্কুরোদগম ঘটাবে আমরা এটা বিশ্বাস করতে চাই। শান্তির বার্তা নিয়ে এগিয়ে যাবে বিকল্পধারা।’ মাহী বি চৌধুরী বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশে রাজনীতিতে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাইলে প্রথমে বৈষম্যমুক্ত করতে হবে সংসদকে এবং এই সংসদে আনুপাতিক হারে নির্বাচন ছাড়া বাংলাদেশকে বৈষম্যমুক্ত করা যাবে না।’

Share.