সোমবার, ডিসেম্বর ২৩

ভুয়া এমপি গ্রেফতার

0

ঢাকা অফিস: সংসদ সদস্য (এমপি) পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম জাহাঙ্গীর আলম (৪৫)। রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। সোমবার (২০ জানুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (শিবপুরহাট) ইনচার্জ ও উপপরিদর্শক কাজল কুমার নন্দী বলেন, ‘গ্রেফতার জাহাঙ্গীর আলম হাইওয়ে পুলিশ সুপারকে (বগুড়া) মোবাইল ফোনের মাধ্যমে নিজেকে পুঠিয়া-দুর্গাপুরের এমপি মনসুর রহমান বলে পরিচয় দেন। এরপর তিনি শিবপুরহাট ফাঁড়িতে আটক করা অবৈধ যানবাহন ছেড়ে দিতে নিদের্শ দেন। এ ঘটনায় পুলিশ সুপারের সন্দেহ হয়। বিষয়টি তদন্ত করতে আমাকে বলা হয়। পরে ওই নম্বরটি বর্তমান এমপির নয়, সেটা নিশ্চিত হই। সোমবার বাংলাদেশ সময় দুপুরে প্রতারককে গ্রেফতার করতে কৌশলে ফোনের মাধ্যমে ডাকা হয়। তাকে বলা হয়, ফাঁড়ি থেকে যেন গাড়িটি নিয়ে যায়। প্রতারক জাহাঙ্গীর আলম ফাঁড়িতে এলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে।’ জাহাঙ্গীর আলম উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মৃত মাজেদ গাঁইনের ছেলে।

Share.