ভুয়া জন্মদিন পালনের মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো

0

ঢাকা অফিস: মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে আগামী ২৫ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার কেরানীগঞ্জ কারাগারের দ্বিতীয় ভবনে স্থাপিত ঢাকার অতিরিক্ত মহানগর হাকিমের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি শুরু হয়। এসময় খালেদা জিয়ার অসুস্থতার কথা জানিয়ে অভিযোগ গঠন শুনানি পেছানোর আবেদন করা হয়। আসামি পক্ষের আইনজীবী জিয়া উদ্দিনের করা এ আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন নির্ধারণ করেন ভারপ্রাপ্ত বিচারক তোফাজ্জল হোসেন। খালেদার আইনজীবী জিয়া উদ্দিন এই তথ্য জানিয়েছেন। মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালনের অভিযোগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম ২০১৬ সালের ৩০ আগস্ট খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

Share.