সোমবার, জানুয়ারী ২৭

ভুয়া সিআইডি কর্মকর্তা কারাগারে

0

ঢাকা অফিস: ভুয়া সিআইডি কর্মকর্তা বেল্লাল হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে বরিশাল বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে তাকে আটক করা হয়। রবিবার (২৪ নভেম্বর) বিকালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মনিরুজ্জামান। বেল্লাল বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার চণ্ডিপুর এলাকার বাসিন্দা ওমর আলী সিকদারের ছেলে। চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকু বলেন, ‘কালাম রাঢ়ীর মেয়ে সাদিয়া খানম স্বামী শহিদুল ইসলামের বিরুদ্ধে যৌতুক মামলা দায়ের করেন। শহিদুল ইসলাম কারাগারে আছেন। তার সঙ্গে কারাগারে ছিল বেল্লাল। সেখান থেকে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সম্প্রতি বেল্লাল মামলা থেকে জামিনে বের হয়ে শহিদুলের নির্দেশ মতো ভুয়া সিআইডি কর্মকর্তা সেজে ওই বাড়িতে এসে সমঝোতার প্রস্তাব দেয়। তাতে রাজি না হলে বেল্লাল ভয়ভীতি প্রদর্শন করে। এক পর্যায়ে তার কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। এরপর বিষয়টি বানারীপাড়া থানায় অবহিত করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে বেল্লাল সব ঘটনা খুলে বলে। বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ জানান, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বেল্লালের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ওই মামলায় বেল্লালকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

Share.