ডেস্ক রিপোর্ট: গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে ভূমধ্যসাগরের সীমানা ও গ্যাস উত্তোলন নিয়ে বিরোধে তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সংস্থার পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল একথা জানান। তবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়ে সংকট নিরসনে আলোচনায় বসার অনুরোধও জানান জোসেফ বোরেল। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।এর আগে গ্রিসের পার্লামেন্টে মিসরের সঙ্গে ভূমধ্যসাগরের সীমান্ত নিয়ে জোট গঠনের ঘোষণা এসেছে। ফলে ভূমধ্যসাগরের দখল নিতে ফ্রান্স, ইতালি, গ্রিস, সাইপ্রাসের সঙ্গে যৌথ মহড়ায় যোগ দিতে যাচ্ছে মিসরও। যদিও সংকট উত্তরণে এ দেশগুলোতে দৌড়ে বেড়াচ্ছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস। আর, সব পক্ষকে শান্ত থাকতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবুর্গ ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলও।অন্যদিকে, আলোচনায় বসার সুযোগ রেখে পাল্টা ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।দ্বীপরাষ্ট্র সাইপ্রাসের নিকটবর্তী এলাকায় জলসীমানা ও জ্বালানি খনির মালিকানা নিয়ে নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এথেন্স ও আঙ্কারার মধ্যকার দীর্ঘদিনের বৈরিতা । পাল্টাপাল্টি নৌমহড়া করছে দুই প্রতিবেশী রাষ্ট্র গ্রিস ও তুরস্ক।
ভূমধ্যসাগরীয় সংকট : তুরস্কের ওপর নিষেধাজ্ঞার হুমকি ইইউর
0
Share.