ডেস্ক রিপোর্ট: তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের প্রায় দুই সপ্তাহ পর উদ্ধার করা হলো ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মৃতদেহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে এক টুইট বার্তায় এই ফুটবলারের অ্যাজেন্ট নানা সেচেরে মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে মাত্র ৩১ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন আতসু। সেচেরে টুইটারে লেখেন, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সমস্ত শুভাকাঙ্ক্ষীদের বলতে হচ্ছে যে ক্রিস্টিয়ান আতসুর মৃতদেহ আজ সকালে উদ্ধার করা হয়েছে। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এতদিন আতসুর জন্য যারা প্রার্থনা করেছেন এবং সমর্থন জুগিয়েছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি।’ ক্রিস্টিয়ান আতসুর মৃতদেহ উদ্ধারের ঘটনাটি জানাজানি হওয়ার পর ক্রীড়াঙ্গনে যেন শোকের ছায়া নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন নিজেদের অনুভূতি ব্যক্ত করছেন। এদিকে তুরস্কের শীর্ষ ক্লাব হাতায়স্পোর টুইটে লিখেছে, ‘আমরা আমাদের ভাষা হারিয়ে ফেলেছি। আমরা তোমাকে ভুলব না, আতসু। তোমার উপর শান্তি বর্ষিত হোক, সুন্দর মানুষ।’ নিউক্যাসল এক টুইট বার্তায় বলেছে, ‘তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্রিস্টিয়ান আতসু মর্মান্তিকভাবে তার জীবন হারিয়েছে জেনে আমরা গভীরভাবে দুঃখিত। একজন প্রতিভাবান খেলোয়াড় এবং একজন বিশেষ ব্যক্তি আতসু। আমাদের খেলোয়াড়, স্টাফ এবং সমর্থকরা সর্বদা স্নেহের সঙ্গে তাকে স্মরণ করবেন।’ এদিকে আরেক সাবেক ক্লাব এভারটন বলছে, ‘আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের পর ক্লাব হাতায়স্পোর প্রাথমিকভাবে রিপোর্ট করেছিল যে আতসুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কিন্তু সেই তথ্যেই কোনো ভিত্তি ছিল। সময়ের পরিক্রমায় সেটি সমালোচিত হতে থাকে। আর একদিন পরে সেই অবস্থান বদলে যায়। প্রসঙ্গত, চলতি মাসের ৬ তারিখে তুরস্ক-সিরিয়ায় ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এখন পর্যন্ত দেশ দুটিতে মৃতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।
ভূমিকম্পের দুই সপ্তাহ পর ঘানার ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর মৃতদেহ উদ্ধার
0
Share.