ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশ

0

ঢাকা অফিস: ভূমিকম্পে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশ কেঁপে উঠেছে। দেশগুলো হচ্ছে- ভারত, ভুটান, মিয়ানমার ও চীন। এখনও পর্যন্ত কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, রাত ৮টা ৪৯ মিনিটে ৪৪ সেকেন্ডের এই ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, সোমবার সন্ধ্যা ৮টা ১৯ মিনিটে মেঘালয়ে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মেঘালয়ের চেরাপুঞ্জি থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। অন্যদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল আসামের করিমগঞ্জ থেকে ১৮ দশমিক ২ কিলোমিটার উত্তর-পশ্চিম, সিলেট থেকে ৩৫ দশমিক ৯ কিলোমিটার পূর্ব উত্তর-পূর্বে, আসামের বদরপুর থেকে ৪০ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। গুগলের অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যাল্যার্টস সিস্টেম বলছে, বাংলাদেশের সিলেটের কানাইঘাট উপজেলার ৫ কিলোমিটার দূরে ভারতের মেঘালয় সীমান্তে এই ভূমিকম্পের উৎপত্তি।

Share.