ডেস্ক রিপোর্ট: চীনের উইঘুর অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।স্থানীয় সময় রবিবার ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক২ চীনের ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্র (সিইএনসি) জানিয়েছে, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আকি কাউন্টিতে স্থানীয় সময় সকাল ৬টা ২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে। সিইএনসি-এর বরাত দিয়ে শিনহুয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। মাত্র একদিন আগেই দেশটিতে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। স্থানীয় সময় শনিবার ভোর ৩টা ২৯ মিনিটে জিনজিয়াং প্রদেশে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ৮ জুন ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তার আগে গত ৬ জুন জিনজিয়াং প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া গত ১ জুন স্থানীয় সময় বিকাল ৫টায় চীনের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় ওই ভূমিকম্পে ১৪ হাজার ৪২৭ জন ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পে চারজন নিহত এবং আরও ৪১ জন আহত হয়।
ভূমিকম্পে কেঁপে উঠলো চীন: মাত্রা ছিল ৫ দশমিক ২
0
Share.