মঙ্গলবার, ডিসেম্বর ২৪

ভেঙে গেল ইসরায়েলের পার্লামেন্ট, নতুন ‍নির্বাচন নভেম্বরে

0

ডেস্ক রিপোর্ট: বৃহস্পতিবার ইসরায়েলের পার্লামেন্ট আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হয়েছে। আলজাজিরা জানায়, আগামী ১ নভেম্বর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে বর্তমান প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে না। এ নিয়ে চার বছরের মধ্যে পঞ্চমবারের মতো পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে। আজ ইসরাইলি পার্লামেন্টে তা ভেঙে দেওয়ার বিষয়ে ভোট গ্রহণ করা হয়। এতে বেশিরভাগ এমপি পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে ভোট দেন। নির্বাচন অনুষ্ঠিত হবে তার জোটসঙ্গী ইয়াইর লাপিদের অধীন। শুক্রবার (১ জুলাই) তিনি ইহুদিবাদী ইসরাইলের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্বগ্রহণ করবেন। কারণ, জোটের শর্ত অনুসারে, সরকারের পূর্ণাঙ্গ মেয়াদের অর্ধেক সময় বেনেট ও অর্ধেক সময় লাপিদ প্রধানমন্ত্রী থাকবেন। এদিকে, জোট ভেঙে যাওয়ায় খানিকটা উচ্ছ্বাস প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আসছে নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরবেন তিনি। ইসরাইল বিশ্লেষকেরা জানিয়েছেন, ১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ তৎপরতা বেড়ে যাওয়ার কারণেই মূলত ইসরাইলের বেনেট সরকারের পতন ঘটেছে। ইসরাইলি দৈনিক ইয়াদিউত অহারোনোত জানিয়েছে, ইসরাইলের আরব মুসলিম দলগুলোর সঙ্গে নাফতালি বেনেটের জোট গঠন নিয়ে ডানপন্থীদের নীরবতা ভেঙে যায় ১৯৪৮ সালে দখলকৃত ভূখণ্ডে প্রতিরোধ অভিযান বেড়ে যাওয়ার পর। এরপর সেখানে আবারও রাজনৈতিক দ্বন্দ্ব-বিরোধ স্পষ্ট হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় বেনেট সরকারের পতন ঘটেছে।

 

Share.